//পুরনো নতুন ভাবনার ঘরে//


নতুন পুরনো এক করে দিও না গো
দুটোর মধ্যে তুলনা কী করে হয়!
তুলনাকে রেখে, পুরনোকে ধরো জড়িয়ে।


আদেশ কিংবা নয় এটা উপদেশ
কোন দিকে কার মন যে ঝুঁকবে, জানিনা
অষ্টে পৃষ্টে ধরেছি পুরনো মন দিয়ে।


নতুন পুরনো থাকলেও পাশাপাশি
পাশাপাশি থাকা খুবই ক্ষণস্থায়ী
খুব তাড়াতাড়ি দূরত্ব যায় ছড়িয়ে।


প্রতিটি জীবন পুরনোর ঘরে বসে
নূতনের ঘরে জীবন শুধু একদিন
তবুও ডাকছি নতুন গলা চড়িয়ে।


স্থাবর কিংবা অস্থাবর সব কিছু
কোনো একটির বর্তমান কী নতুনে!
নয় নয় নয়, এই জ্ঞান প্রতিটি হৃদয়ে।


শুধু নতুনই যায় পুরনোর ঘরে
পুরনো পায় না সে সুযোগ কখনো
রূপান্তরিত হয় না পুরনো এগিয়ে।


প্রায় সব কিছু নতুনের রূপে চাই
তবে কিছু আছে চাই পুরাতন রূপে
নতুন-পুরনো দিচ্ছে এ মন ভাবিয়ে।


পুরনো চালের খোঁজ কি করিনা, বলো!
সমৃতিচারনার জন্য পুরনো বন্ধু
পুরনো ভুলের সহায়তা দেয় জিতিয়ে।


পুরনো শিক্ষা এই জীবনের সম্পদ
পুরনো না করে বস্তু কী হয় দুর্লভ!
পুরনোকে নিয়ে নিয়েছি আপন বলয়ে।


পুরোনোই দামী, এতে কার আছে সন্দেহ!
পাইনা কিন্তু পুরনোকে সোজাসুজি
নতুন ছাড়া যে পুরোনোই যায় হারিয়ে।


সুবীর সেনগুপ্ত