কিছু তো পেয়েছি, তাতে সন্দেহ নাই
সেই কিছু দিয়ে, চলছে জীবনটাই
অনেক পাইনি, করিনা তেমন চিন্তা
আরো পেতে আর, কাঁদতে চায়না মনটা।


কিছু না থাকলে, হতেই তো পারে ভাবনা
এই ভাবনা কি, হবেই ভুলের ধারণা!
তা যে নয়, সে তো মেনেই নিয়েছে সমাজ
গরীবরা তাই, পাচ্ছে বাঁচার সাজ।


পেতে যে হবেই, কিছু কিছু এই জীবনে
কিছু কিছুই তো, এনে দেয় সুখ পরানে
কিছু কিছু যদি, হয়ে যায় বেশী, কি হবে!
আমার তো কম, যার বেশী আছে, বলবে।


আমি মনে করি,কিছু কিছুই তো উত্তম
মানতে না চাও, আনো বেশী বেশী হরদম
আমার ভাবনা, শুধু আছে আমাতেই
কিছু কিছু নিয়ে, জীবন বেশ আনন্দেই।


যা কিছুই পাওয়া, পাই করে কিছু আয়
আয় না থাকলে, পাওয়া যায় কিনারায়
দরকারি কিছু, যা লাগে জীবন চালাতে
পেলেও সেগুলো, আরো বেশী চাই থালাতে।


যে জিনিস আছে, ঠিক ঠিক কাজ করছে
সেগুলো সরাতে, কেন এই মন চাইছে!
নতূন আনলে, পুরোনোর পাশাপাশি
পুরোনো নতুনে, হবেই তো রেষারেষি।


বেশী টাকা, বেশী জিনিসের দিকে চোখ
প্রয়োজন নাই, তবুও জিনিস যোগ
জিনিসে জিনিসে, সব বাড়ী ঠাসাঠাসি
এ সব দেখেও, ছাড়া যায় না তো বেশী।