আমি রাগ করি, তুমি রাগ করো
সকলেই করে রাগ
যে না রাগ করে, সে নয় মানুষ
তার নেই অনুরাগ|


এ তো বলছি না, রাগ করা ভাল
তুমিও মানবে সেটা
সকলে মানবে, বলা যেতে পারে
রাগ নয় কেউকেটা|


রাগ যদি হয়, কথায় কথায়
তবে নিশ্চিত ভুল
প্রকৃত কারণে, রাগ হয়ে গেলে
সে রাগ নয় প্রতুল|


রাগ কেন হবে, বলতে পারো কি!
এ কথার মানে নেই
রাগ পুষে রাখা, নয় ঠিক কাজ
সব্বার ধারণাই|


বেশী রাগ হল, ধ্বংসের রূপ
সে দিকেই নিয়ে যাবে
আনতে হবেই, রাগ আয়ত্তে
নইলে বিপদ হবে|


রাগ আর জেদ, একসাথে হলে
শিরে তবে সংক্রান্তি
এমন হলেই, লাল সংকেত
ধ্বসে পড়বেও শান্তি|


কৃত্রিম রাগ, ভাল অভিনয়
করার কারণ থাকে
যে করে সে জানে, কেন অভিনয়
করে যায় থাকে থাকে|


হতে পারে রাগ, ভুলটা কোথায়!
রাগ থাকা দোষ নয়
চাড়ালের মতো, রাগ যদি হয়
সেই রাগ নিয়ে ভয়|


রাগ কি থাকেই, মনের মধ্যে!
ছুতোর করে অপেক্ষা
নাকি রাগ হলো, ক্ষোভের প্রকাশ
কিংবা দিতেই শিক্ষা|


উচিত রাগের, মূল্য অনেক
সে রাগ হয় না বন্দী
আসে আর যায়, ভাব বিনিময়
মুহূর্তে হয় সন্ধি|


রাগ ভাগ করে, না দেওয়াই ভাল
করলেই ভাল বশ
ছোট ছোট রাগে, চললে জীবন
বাড়তেও পারে জশ|