//রাত্রির সাথে দিন শেষ//


রাত্রির কোলে মাথা পেতে দিয়ে
পাই শান্তির সঙ্গ
অপরূপ ছবি আঁকি মন দিয়ে
নিশ্চল থাকে অঙ্গ।


অবসান হয় দুঃখ বেদনা
অবসাদ যায় হারিয়ে
নিশীথের কালো নিরাকার ছুঁয়ে
রাখেও আমায় জাগিয়ে।


জাগ্রত তারা, স্নিগ্ধ মোহিনী
সীমান্ত থেকে দূরে
অহরহ ডাকে ক্ষীণ ঈশারায়
নীরবে নম্র সুরে


অতি দূরে যায় দৃষ্টি আমার
সৃষ্টির পারাপারে
পার হয়ে যায় আজও রাত্রি
ভাবনার অবসরে।


আর এক রাত্রি নব অনুভব
নতূন খেলায় মত্ত
দিন শেষ করি রাত্রির সাথে
পূর্ণতাতেই চিত্ত।


সুবীর সেনগুপ্ত