রিক্ত ভাবনা
।।সুবীর সেনগুপ্ত।।


রিক্ত হাতে এসেছিলাম
এতে বলার কিই বা আছে!
সবাই আসে রিক্ত হাতে
রিক্ততা কেউ চায় না কাছে।


রিক্ত হাতেই যাবো চলে
যতই পূর্ণ হই না আগে
ছাড়তে চাই না কোনো কিছু
রিক্ত হতে ভয় যে লাগে।


রিক্ত হলেই চিত্ত ভীত
অনুসন্ধান করেই বিত্ত
বিত্তই করে চিত্ত শান্ত
রিক্ত হতে চাই না নিত্য।


রিক্ত মনে চিন্তা তো কম
পকেট রিক্ত হলেই ভয়
পূর্ণ হয়েও ভাবি কেন
রিক্ত, অভাব, শূন্য ক্ষয়!


আর সব প্রাণী দেখে দেখে
তুলনা নয়, ভাবনা জাগে
ওরাও আসে রিক্ত হয়ে
বাঁচেও রিক্ত, যাওয়ার আগে।


রিক্ত হয়েও, বেঁচে আছে
অনেক মানুষ, এই ভূবনে
তাদের খুশী অন্যরকম
কি অভিমান তাদের টানে!


রিক্ত নিয়ে আর ভাবিনা
করেছি এই জীবন সোজা
রিক্ত কিংবা পূর্ণ হয়ে
করতে চাই না বৃদ্ধি বোঝা।