দৈনন্দিন, কাটতে কাটতে
দীর্ঘ সময়, ঘাটতে ঘাটতে
কত বর্ষাই, হয়ে গেল পার
ততই গ্রীষ্ম, ভরল আধার।


আরো চার ঋতু, সেই পথ ধরে
ডাক না পেয়েও, এল ঘুরে ফিরে
ঋতু এসে যায়, ঋতুর মতন
এ নিয়ে মানুষ, ভাবে না তেমন।


ঋতু না এলেই, কষ্টের হাত
মানুষের নড়ে, টনকের ছাত
নইলে, এই জীবন উদাসীন
ঋতু নিয়ে ভেবে, হয় না তো দীন


মনে কি আসেনা, থাক হেমন্ত!
আর তার সাথে, শুধু বসন্ত!
মনে আসলেও, হয় না তো দাবী
এই সব, অবচেতনের ছবি।


এক দিনে, এক ঋতুর যা ভাগ।
ক্ষুদ্র হলেও, মনে কাটে দাগ
দিন প্রতিদিন, তেমন হয় না
ঋতু নিয়ে তাই, কথাও হয় না।


ঋতু আসে, আসে সপ্তাহ মাস
এ সব নিয়েই, বছরের শ্বাস
দিন আসা যাওয়া, করতেই থাকে
প্রাণ নাচে, এই ভূবনের বুকে।


আজকে যে প্রাণ, নাচানাচি করে
কোথায় সে প্রাণ, কিছুদিন পরে!
কমেনা চিন্তা, জমেনা ভাবনা
মানুষ ঋতুতে, জড়িয়ে পড়ে না।


বর্ষাতে কাঁদে, শীত এলে কাঁপে
গ্রীষ্ম এলেই, তাপমান মাপে
শুধু বসন্ত, হবে না জীবন
প্রকৃতিকে নিয়ে, নয় কোনো পণ।