//রঞ্জিত মন কামনায়//


রঙ্গীন মনের রঙগুলো নিয়ে ভাবছি
কী কী রঙ আর কী রকম সব আভা
রঙ এসে এসে থেকে যায় নাকি মনে!
নাকি চলে যায় নতুন অজানা স্থানে!


রঙ চেয়ে চেয়ে মন অগ্রিম রঙ্গীন
কিন্তু কখন আসবে আসল রঙ!
কেউ কী জানেই রং আসার নির্ঘন্ট
রঙ এসে গেলে, দূরে সরে যাবে জং|


কে রাঙায় মন, কখন এবং কোন মন!
সঠিক জবাব খুঁজে পাওয়া দুষ্কর
ঠিক জানা আছে মন হয়ে যায় রঙ্গীন
রঙ্গীন মনে ছুটে আসে স্বস্তির ঝড়|


কে জানতে চায় অন্য মনের সংবাদ!
প্রত্যেকে চায় মন হয়ে যাক রঙ্গীন
প্রত্যেকে থাকে নিজ মন নিয়ে ব্যস্ত
রঙ্গীন করার কাজে হয়ে যায় বিলীন|


সাদা কালো মন করতে হলে রঙ্গীন
করতে হবেই এই মন অসম্বাধ
খুঁত ধরা নয়, খুঁজতেই হবে গুণ
রঙ আগমন হয়েও যাবে অবাধ|


চলতে চলতে পথ হয় পরিবর্তন
পরিবর্তন এনে দেয় মনে হিন্দোল  
দোদুল্যমান মনে ভরে ওঠে খুশী
অদৃশ্য রঙ ছুটে আসে অবিচল|


কোন রঙে রাঙা হয়ে যায় মন!
সবুজ বা নীল, হলুদ বা লাল
মিশ্রিত কোনো রঙ হবে নাকি!
জানাই যাবে না, এ রঙ বেতাল|


শত শত মন হয়ে যায় রঞ্জিত
রাঙানোর খেলা প্রত্যেক ক্ষণে
এ খেলায় আছে মানুষেরও দায়
এই দায় প্রেমিক প্রেমিকার মনে|


অতি সাফল্য মনে ভরে দেয় রঙ
অনেক ঘটনা রাঙানোর সাথে জড়িত
একই প্রকরণে সবাই পায় না রঙ
তবে হয়ে যায় প্রত্যেক মন রঞ্জিত|
  
সুবীর সেনগুপ্ত