একটাও ছবি আঁকা হল না যে!
কেন যে হল না, সেটাই বুঝিনা
সময় তো ছিল, ছিল রঙ তুলি
ছবি নেই, তাই দেখানো গেল না।


দিন যেতে যেতে গড়বে যে ছবি
সে ছবি কখনো মেটানো যাবেনা
ইচ্ছে তো ছিল, ছিল তো বাসনা
দুটোকে কিছুতে মেলানো গেল না।


রোজ রোজ ছবি গড়তেই হবে
সেই ভাবনাও আটকে ছিল না
আশা তো ছিলই, ছিল কল্পনা
মেলালাম দুটো, ছবি তো হল না।


ছবি তো গড়েই আপনা আপনি
কোথায়, তার তো ঠিকানা জানিনা
আমার জীবনে, গড়েনি তো ছবি
স্বাভাবিক গড়া, বুঝতে পারিনা।


প্রতিদিন এই জীবনটা কাটে
কেন যে গড়ে না একটাও ছবি!
এটা কি শুধুই আমার ঘটনা!
আমার মতন আর কে অভাবী!


জীবনটা হবে ছবির মতন
কেন যে এমন ইপ্সাকে চুমি!
না পেয়েও ছবি, আমি থামি না তো
আমার চাওয়া যে তার থেকে দামী।


জীবন যেমন চেয়েছি, তা নয়
তাই তো আঁকাতে সফল হইনি
ছবিহীন এই জীবন চলেছে
হয়ত গড়িয়ে, কিন্তু থামেনি।