অনন্য এক মুখ যে কোথায়!
দেখব কি করে অনন্য মুখ!
সব মুখ জুড়ে চোখ মুখ ঠোঁট
বাকী তো কপাল কপোল স্বরূপ|


তার মধ্যেই চলে খোঁজাখুঁজি
সবাই চলেছে খুঁজে সুন্দর
সুন্দর হলো যে তোমার চোখে
সে আমার চোখে পাচ্ছে না দর|


করতে পারিনি যাকে পছন্দ
কোনো কারণেই তার সাথে কথা
তার কথা শুনে হলাম মুগ্ধ
সেও এই মনে হয়ে গেল গাঁথা|


কাজ ও কথায় এত মিল হয়!
অদ্ভূদ এক নজির পেলাম
সেই নজিরের রেশ ধরে ধরে
তার কাছে আমি পৌঁছে গেলাম|


রূপ খুঁজিনি তো তার পানে চেয়ে
প্রথম দেখা তো বিপরীত ছিল
সেই একই মুখ দেখে বিস্মিত
যতই দেখছি, লাগছেও ভালো|


অনন্য মুখ বলে কিছু নেই
আমার ভাবনা সেটাই বুঝেছে
রূপ ফুটে ওঠে কথা আর কাজে
সেটাই আসল, তাও তো জেনেছে|