//সাধারণ জীবনের সে এক প্রতীক//


কখনো করছে ধ্যান
কখনো ধরছে জ্ঞান
এই নিয়ে হয়েছে সে সময়ের সাথী...
যখন করে না ধ্যান
কিংবা ধরে না জ্ঞান
তখন সে খেলা করে নিয়ে শুধু স্মৃতি।


কাজ আর ধ্যান জ্ঞান
এই তিনে তাঁর প্রাণ
তবুও সে সীমানার বাইরে বেরোয়...
পরিচয়ে কথা হয়
শ্রবণেও মন যায়
নিজের নিয়মে আসে, ফিরে সীমানায়।


বিনা কাজে থাকে না সে
খালি পায়ে হাঁটে ঘাসে
সাধারণ জীবনের সে এক প্রতীক...
তাঁকে দেখে আমি ভাবি
হতে চাই তাঁর ছবি
পারিনা তো হতে তাঁর মতো ঠিক ঠিক।


সে ছলচাতুরীহীন
চায় না হতে অধীন
অল্প স্বল্প আয়, তারই মাঝে তৃপ্তি...
অভিমান কম নিয়ে
যাচ্ছে সে এগিয়ে
ছড়িয়ে দিচ্ছে এই সমাজে সে দীপ্তি।


সুবীর সেনগুপ্ত