সাধ্যের থেকে বাইরে
।।সুবীর সেনগুপ্ত।।


সাধ্যের থেকে
বাইরে কি যাওয়া যাবে!
যদি বলো হাঁ
জানতে চাইব কি ভাবে।


বাইরে গিয়ে কি
উপকার কিছু হবে!
উপকার নয়
অপকারই শুধু হবে।


সাধ্যের সীমা
সবার আছেই, তাই তো!
সে সীমা জানার
কি উপায়, জানা যাবে তো!


উপায় জানিনা
কিন্ত জানা তো সীমানা
এ জানায় ভুল
কখনো যে হবে, মানি না।


মানি না বলেই
কখনো সাধ্য পিছনে
আর আমি পাই
সব সমস্যা জীবনে।


সমস্যাগুলো
আমাকেই করে বাধ্য
আমি ঠিক করি
বুঝতে হবেই সাধ্য।


সাধ্য তো বুঝি
সীমানা বুঝতে ভুল
যতবার ভুল
গুণতে হয় মাশুল।


ভুলের মাশুল
দিতে দিতে আমি ক্লান্ত
বছর বছর
পেরিয়ে আমিও শ্রান্ত।


সবাই কি যায়
সাধ্যের থেকে বাইরে!
জানি না তো আমি
তবে মনে হয় তাইরে।


সাধ্যের মাঝে
থাকলে কেবল কষ্ট
বেড়িয়েই পড়ি
হলেও সময় নষ্ট।


সাধ্যের থেকে
বেরলেই সব পাই
পরে ধেয়ে আসে
দুঃখের ক্ষণ চাঁই চাঁই।