'কি সাদৃশ্য আছে', এই কথা বলছ
দৃশ্যত কিছু নেই তো আমার সামনে
তবে জানি আনা যেতে পারে সাদৃশ্য
এ তো সম্ভব দৃঢ় ইচ্ছার অবদানে।


জিজ্ঞাসা করি, 'আছে কি তোমার ইচ্ছা,
পাল্টা প্রশ্নে আমায় দিওনা থামিয়ে
গড়ে তুলবই সাদৃশ্য, এটাই পণ
সাদৃশ্যকে আলবত দেব সাজিয়ে।


একটি ইচ্ছা গড়তে পারে না সাদৃশ্য
দুই ইচ্ছার মিলনের প্রয়োজন
যে সাদৃশ্য খুঁজতেই তুমি ব্যস্ত
তারও হবে ইচ্ছার সাথে আগমন।


বিসাদৃশ্য চোখে ধরা পড়ে সহজে
সুই স্বত্বাতে বিসাদৃশ্য থাকবেই
এই সত্য কি পারেই মিথ্যে হতে
সকলেই আছি এই সত্যের বাঁধনেই।


এক দুই তিন...বিসাদৃশ্য গণনে
এই সংখ্যাকে ঘটানোও যেতে পারে
যদিও সংখ্যা করা যায় না তো শূন্য
তবে ইচ্ছাই কমাবেও বারেবারে।


সাদৃশ্য নেই, তাও তুমি বসে পাশে
জানিয়ে দিচ্ছ, বেশ তো মিল এর অভাব
এই প্রসঙ্গ তুলেছ যে কেন বলবে!
রাখতে কি চাও এভাবেই শুধু ভাব!


মেনে নেব কিছু তোমার চিন্তা ধারা
তুমিও মানবে সেই আশা দেয় নাড়া
সাদৃশ্যকে গড়ব দুজনে মিলে
হবে নাকি সাথী! দিচ্ছি না আমি তাড়া।