দেখব না চাঁদ আকাশের কোলে
তোমায় আনব ভাবনার মাঝে
দেখব শুধুই ভাবনায় চাঁদ
সাজাব জীবন মায়াময় সাজে|


তোমায় রাখব স্বপ্নের কোলে
নিভৃতে করে যাব আলাপন
সময়কে অনুরোধ করে যাব
স্বপ্নের তরে থামে কিছুক্ষণ|


প্রাণ যে সত্য সকলেই জানি
প্রাণ থেকে পাই স্বপ্ন বাগান
তুমি ধরা দাও প্রতিটি স্বপ্নে
এখানেই অভিসারে মাতে মন|


জীবন কি শুধু হবে দৈহিক!
জড়িয়ে পড়বে শুধু জড়বাদে!
এমন জীবন কেন চায় লোক!
কেন নিসর্গ শুধু কাব্যতে!


জড়বাদ আর মায়াময় মাঝে
কিছু সাদৃশ্য খুঁজতেই থাকি
মিল নেই এ তো বুঝতেই পারি
বুঝতেও পারি জড়বাদ ফাঁকি|


বাস্তবে আমি তোমাকে পেয়েছি
পরস্পরের দেহ জড়িয়েছি
দেহ হারিয়েছি, হইনি শূন্য
স্বপ্নের মায়াজালে যে পাচ্ছি|


স্বপ্নের কোলে তুমি ফুটে ওঠো
দেখা দাও তুমি নিবিড় কালোতে
হারিয়ে যাবে না কোনোদিন, জানি
আমিই হারাবো মিশতে তোমাতে|


সাজাব জীবন মায়াময় সাজে