কেউ নেই পাশে, রাত্রিটা হাসে
রাত্রি সাক্ষী, তাই হেসে যায়
যখন রাত্রি সাক্ষী না হয়
দিনটা সাক্ষী, দিনের বেলায়|


সাক্ষী তো হয় আকাশের তারা
জল আর মাটি, মাটি আর গাছ
প্রবাহিত হাওয়া, তাও তো সাক্ষী
সাক্ষী, পৃথিবী পৃষ্টের ধূল|


সাক্ষী ঘরের আসবাবগুলো
আসে ও পাশের কীট পতঙ্গ
সাক্ষী, নীরবে পড়ে থাকা পথ
আর সে পথের পরে বিহঙ্গ|


দেওয়ালে লাগানো ঘড়িটা সাক্ষী
সাক্ষী, পর্দা বালিশ বিছানা
ছোট্ট পাপোস, তাও বাদ নেই
আর কেনই বা সাক্ষী হবে না!


আমিও সাক্ষী অনেক কিছুর
কিছু না কিছুর সবাই সাক্ষী
এত যে সাক্ষী, যাবে আদালতে!
যাবে না এবং হবে না রক্ষী|


'পাশে কেউ নেই', কেন যে বলছি!
যারাই সাক্ষী, তারা তো পাশেই
কিন্তু, তারা যে থাকে নির্বাক
কি করে যে তারা সাক্ষ দেবেই!


ভুবনের কেউ নাও যদি জানে
কে আমার পাশে এখন তখন
কি যে বদলাবে এই পৃথিবীর!
বদলে কি যাবে আমার এ মন!


পাশে যাকে চাই, তাকে পাই না তো
সে স্থানে সাক্ষী আশা ভরা ক্ষত
সে ক্ষত হাসির পূর্ণ খোরাক
সেই কূট হাসি পাশে অবিরত|


সাক্ষী