কথার কোনো রং আছে নাকি!
জোনাকীর মত কথা জ্বলে নাকি!
কথা কি শুধুই আকাশের বাজে!
নাকি মানুষের মনের আওয়াজ!


বলা যাবে নাকি, কথা হল দিন!
দিন যদি হয়, হবেও তো রাত
কথা বলা যায়, যখন তখন
রাত আর দিন, হয়ে যায় কাত|


অনেকেই মাপে, কথার ওজন
মাপা না গেলেও, বোঝে সব মন
যে কথা মানলে, হয়ে যায় কাজ
সে কথাই পায়, ওজনের তাজ|


কথাকে কিনতে, পারা যায় নাকি!
নিশ্চয়ই যায়, কিনতে দেখেছি
কথা কেনা যায়, এটা ভুল নয়
দাম কম বেশী, তাও হয়ে যায়|


কথা কি অস্ত্র! বলতেও পারো
প্রয়োজনে, এই অস্ত্রকে ধরো
কথার আঘাত, ভয়ানক হয়
রক্ত ঝরে না, মনে বসে ভয়|


কথা কি পারেই, কাউকে টানতে!!
সাথে ভালবাসা, পারে কি আনতে!
কথা সব পারে, ধরার উপরে
সামলেই রাখো, কথাকে আদরে|