সামর্থ্য নয়, এ তো ইচ্ছার ফল
||সুবীর সেনগুপ্ত||


সামর্থ্য নয়, এ তো ইচ্ছার ফল
করতে যদি না চাই, তবে
সামর্থ্য অচল|
বলছে কি কেউ, চালাও এই বিমান!
বলছে নাকি ঢেউকে থামাও!
ইচ্ছারই সন্মান|
শুনেই চলেছি, গানের পরে গান
কি খাব তার, হিসেবে কোথায়
নির্বোধ পরান|
সংখ্যা দিয়ে, যায় না গড়া জীবন
সুখ আর দুঃখ, মানতেই হয়
কারণ অকারণ|
নির্ভরতায়, কাটবে কি দিন রোজ!
যাবে কি দিন, সুখের ঘরে!
কি যে করা খোঁজ!
সয়ম্ভরতা চমৎকার, কি মানবে!
মানলে, বুঝবে শরীরটাকে
নীরোগ থাকা যাবে|
যে যার ইচ্ছা, নিয়েই ভালো থাকে
আমার ইচ্ছা নিয়ে নিলে তুমি
ভুগবেই অসুখে|
জীবনটা কি, আড়াল করে রাখার!
ঘরের কোণে থাকব কত!
একাকীত্বই ভার|
কাজ পছন্দ, কিংবা অপছন্দের
এতে বলার কিই বা থাকে!
না হয় যেন দ্বন্দ্বের|
নিজের যা কাজ, তাই কি অপছন্দ!
অন্যে করলে খুব পছন্দ
হালকা থাকে স্কন্ধ|
কাজ বিভাজন কার্যালয়ের ব্যাপার
বাড়ীর ভিতর বিভাজনের
কেন যে দরকার!
নিপুণ হতে, আমরা সবাই চাইছি
সব কাজেতে নিপুণ হওয়া
অসম্ভব তাও মানছি|
জাঁকজমকহীন, নিজের যত কাজ
নিজেই করলে, সুখ আর শান্তি
করতে কেন লাজ!
ইচ্ছেগুলোর শক্তি দখল করলে
না করার বাহানাতে সামর্থ্য
বলবে কি কানে কানে!