//সাময়িক এই জীবন হবেই নিঃস্ব//


খাই বা না খাই সবজী বা ঘাস
নিই বা না নিই ফুলের সুবাস
থাকি বা না থাকি নিয়ে শুধু ত্রাস
সময় প্রবাহ থামবে না অসময়ে...
ভরি বা না ভরি জ্ঞান ভান্ডার
মানি বা না মানি ভাঙ্গা আবদার
দিই বা না দিই কোনো উপহার
জীবনের পাওয়া সব হবে বিনিময়ে।


খুলি বা না খুলি বদ্ধ দুয়ার
ভুলি বা না ভুলি পেয়ে সংহার
বুঝি বা না বুঝি কোন কথা সার
দিবা আর নিশি নিয়মের ধারা মানবে...
করি বা না করি সময়ের কাজ
গড়ি বা না গড়ি অতুল সমাজ
জানি বা না জানি মানুষের লাজ
নকল ভাবনা লজ্জা কি ঢেকে রাখবে!


চলি বা না চলি রোজ দুই পা
দেখি বা না দেখি জবা আর চাপা
পড়ি বা না পড়ি যত কিছু ছাপা
মতামত নিয়ে উঠবে ঝড় সংসারে...
নাচি বা না নাচি দুই হাত তুলে
গাই বা না গাই সুরে দুলে দুলে
মাখি বা না মাখি তেল কালো চুলে
বিষাদ আসবে ছুটে ছুটে প্রতি শরীরে।


খুঁজি বা না খুঁজি সততার পথ
দিই বা না দিই অযাচিত মত
নিই বা না নিই অমোঘ শপথ
প্রতিটি প্রাণ এর দায় সবই নিজস্ব...
করি বা না করি দরজা বন্ধ
রাজী বা অরাজী করতে দ্বন্দ্ব
পাই বা না পাই মনে আনন্দ
সাময়িক এই জীবন হবেই নিঃস্ব।


সুবীর সেনগুপ্ত