মসজিদ থেকে আসবে কি ভেসে
শাঁখের আওয়াজ কোনো একদিন!
মন্দির থেকে আজানের স্বর
পাবো কি শুনতে দিন প্রতিদিন!


শুধু মন্দির মসজিদ নয়
এমন তো আছে আর কত স্থান
সেই সব স্থান থেকেও তো আসে
প্রার্থনা ভরা সংগীত তান।


যেমনই হোক না তানের স্বরূপ
তান ভেসে আসে, বাতাসেও মেশে
সব কানে এই তান ঢুকলেও
তানের প্রবেশ হয় একপেশে।


যে তান জাগায় আমার এ মন
জাগাতে পারেনা তোমার মনকে
আমিও জাগতে পারিনা সে তানে
যে তানেতে তুমি জাগো হাসিমুখে।


আমি তো চাই না কোনো মসজিদ
তোমার চাওয়ায় নেই মন্দির
তাই তো আসেনা আজানের স্বর
মন্দির থেকে গুরু গম্ভীর।