মনে হয় নীরবতা অরণ্যের সম্পদ
আমি কেন হইনি অরণ্য!
অগুনিত বৃক্ষ অরণ্যের প্রাণ
নীরবেই বেঁচে আছে আনন্দে
আমিও বাঁচতে চাই ঠিক তেমনই
কোথায় সে স্বাধীনতা! খুঁজেই চলেছি-  
এক দুষ্প্রাপ্য অরব জীবন|
ভাষা চাই তবে নয় কথার মাঝেই
চাই ভাবে, তারপরে শুধুই লেখায়
লিখে লিখে ডুবে যেতে চাই
নিঃশব্দের অরণ্যে|
কোথায় তোমাকে পাবো, নীরবতা!
সঘন অরণ্যে নেই মানুষের স্থান
সমাজের কোলাহল নিরবচ্ছিন্ন ধারা
করতে পারিনা উপলব্ধি
কেন যে গড়েছে এই ধারা, বিধাতা!
নিনাদ, হৈ চৈ, শব্দ, ধ্বনি
সব মনে আছে, তবু আরও কামনায়
আমি যে একেলা শুধু নীরবতার আশে
হওনা আমার সাথী, থাকো নিঃশ্বাসে|


সাথী হয়ে থাকোনা নিঃশ্বাসে|