সাথে থাকলেই সাথী হয়ে যায়
শত শত সাথী স্কুল কলেজের
সবাই কি পায় বন্ধুর স্থান!
সে স্থান পাওয়াই বড় দুষ্কর
তারা পায় যারা নিশ্চিত নিঃস্বার্থপর|


সামনে আসলে আলাপ করব
আলাপ জমলে সাথী করে নেব
সাথী হয়ে গেলে জানতে চাইব
তার ভাবনার ধরণ ধারণ
সামনে না এলে থাকুক না সে যেমন তেমন|


জানার সাধন সে তো শুধু কথা
কখনো বলব কখনো শুনব
বিবিধ বিষয় আনব সামনে
শুনতে চাইব তার মতামত
মনের গভীরে পা রাখবার এই তো পথ|


মতামতগুলো খতিয়ে দেখব
মেলাব আমার মতের সঙ্গে
মিল বেশী হলে কাছেই টানব
বুঝব কি ভাবে নিচ্ছে আমাকে
এটা না বুঝলে পড়ব যে আমি বিপাকে|


ক্রিয়া প্রতিক্রিয়া হিসেবে করব
দেখব পাল্লা কোন দিকে ভারী
সমান ওজন দেবে অনুভূতি
সাথীর আসন পাবে বন্ধুত্ব
দুজনের মাঝে হ্রাস পেয়ে যাবে দূরত্ব|


যে মন ছিলনা নাগালের মাঝে
স্পর্শ করেছি আজকে সে মন
সে আজ আমার বন্ধু হয়েছে
দুটো প্রাণ আজ খুশীর আলোতে
পেরিয়েও গেছে দুটি যুগ অতি আনন্দে|


দুটি জীবনের দুটো রূপধারা
চলছে, যেমন চলছিল আগে
বন্ধুর স্থানে আমরা দুজনে
কিন্তু দিইনি বিকিয়ে স্বত্ব
দুই দশকের ঘনিষ্টতায় আজ বদ্ধ|


বন্ধুর সাথে কীসের তুলনা!
হয়ত বা হবে পতি পত্নীর
তাই বা কি করে হবেই, বলোতো!
দায়িত্ব নেই তবু দায়িত্ব
এই স্থান নিয়ে চলতে পারলে, মুক্ত|

সাথী থেকে হবে বন্ধু|