স্বপ্নকে সাথে নিয়ে চলব না
গড়ে তুলব না শঙ্কা
আসবে যা কিছু সামনে, তা নিয়ে
খুশীতে বাজাব ডংকা|


স্বপ্ন পাবে না স্থান এই মনে
যখন এ মন চেতনে
অবচেতনের মাঝে যদি আসে
আসুক হাজার গড়নে|


কে কি রকম আছে চারপাশে
দেখব এবং জানব
হবেও আলাপ, বলবও কথা
তুলনাকে দূরে রাখব|


এ জীবন হতে পারেনা বৃক্ষ
হতেও পারেনা ফুল
তাই কি ভাসছে অসীম স্বপ্ন
হারিয়ে ফেলছে কূল!


অবচেতনের কোনো স্বপ্নই
দেয় না তেমন তাড়া
চেতনার মাঝে স্বপ্নের তাড়া
করে দেয় দিশাহারা|


দিবা স্বপ্নের সাথেই তো জোড়া
অধিক সুখের কামনা
করতেই সেটা করতলগত
অসহ জীবন যাপনা|


স্বপ্নকে আমি বলছি না অরি
হরিও তো নয় স্বপ্ন
স্বপ্ন তো হলো নীদ্রার দাস
শুধু নীদ্রাতে রত্ন|


জীবন থাকলে, থাকবে নীদ্রা
স্বপ্ন আসবে নীদ্রায়
যা কিছু সেখানে, থাকুক সেখানে
অনুসরণের নেই দায়|


স্বপ্ন ঠকায়, এটাই তো ঠিক
কদাচিৎ এটা ভুল
কেন ঝুঁকি নেব অহেতুক, বলো!
কেন ছিড়ঁব যে চুল!


স্বপ্নের মাঝে যে সুখ শান্তি
স্বপ্নেই হয় শেষ
আনব আসল সুখ আর শান্তি
থাকবেও যার রেশ|


স্বপ্ন শুধুই নীদ্রার দাস