//সে তো চাওয়া ছাড়বে না//


আজ চেয়ে হাত খালি
কাল কেন চাইবে না!
চাওয়াতে বারণ নেই
তাই চাওয়া ছাড়বে না।


কি করে ছাড়বে চাওয়া!
ছাড়লে যে বাঁচবে না
চেয়েই জীবন পায়
চাওয়া তার আরাধনা।


চেয়ে পায় তবে খায়
কী পাবে সে জানে না
পাওয়াও অনিশ্চিত
সেটা তার খুব জানা।


চাওয়া তার ইচ্ছায়
চাওয়া তার কামনা
আসুক পয়সা দুটো
দুটো খাবারের দানা।


কখনো পয়সা পায়
কখনো কিছুই না
খাবার কমই পায়
বিরক্তি আনে না।


অন্য কিছু কি পায়!
পায়, তা বলার না
পেয়ে জায় গালাগালি
প্রতিবাদে যায় না।


প্রতিদিন একই কাজ
চাওয়ারই তাড়না
সারাদিন চায় চায়
লাজ চেপে বসে না।


চায় বলে সে ভিখারী
শুনে যায় বহু তানা
যতদিন বাঁচা যায়
চেয়ে চেয়ে বাঁচুক না!


সর্বহারার গতি
সে কি নয় শুধু চাওয়া!
ভিখারী সর্বহারা
চেয়ে চেয়ে গান গাওয়া।


সুবীর সেনগুপ্ত