সেদিন সায়াহ্নে


হাতের উপর, রেখেই দু-হাত
হারিয়ে গিয়েছে দৃষ্টি
ভাবছেও, দুটি মন একসাথে
হোক না সুধার বৃষ্টি|
সময়টা বেশ, মধুর আবেশ
মেখেই সাঁঝের লাল
যাওয়ার আগে, বলছেও ডেকে
কালোয় মেলাও তাল|
দূরের আকাশ, সঘন নীল
আবছা কালোয় ঢেকে
তারই বুকে, শত শত নক্ষত্র
কাঁপছেও থেকে থেকে|
হাতের স্পর্শ, ছড়িয়ে পড়েছে
শরীরের প্রতি অঙ্গে
যুগল মনে, প্রখর আবেগ
ভালবাসাও সঙ্গে|