দেখার সীমানা নেই, বলার সীমানা কই!
দেখুক যার যা খুশী, বলুক যা বলবেই|


দেখা, বলা চলবেই, অনুমান তাতে নেই
যে দেখবে বলবেও, যে বলবে দেখবেই|


সীমানা কিছুতে নেই, বললে তা ভুল ভাই
যেখানে পারিনা যেতে, ক্ষমতায় সেটা নেই|


চার দেওয়ালের মাঝে, 'দেখা' সীমানায় সাজে
একলা হলেই 'বলা', শরীরের ভাজে ভাজে|


দেখায় নিষেধ থাকে, নিষেধ বলাকে ঢাকে
সীমানা নিষেধ নয়, আড়ালে ‘নিষেধ’ পাঁকে|


সীমানা কি প্রয়োজন! ভাবছি আমি সেটাই
ভাবনা তো ভাবনাই, ভেবে কোনো লাভ নেই|
|
সীমানার সীমা নেই, অসীমে তা ঘুরছেই
কৃত্রিম সীমানাতে, খেলা জমে উঠছেই|


সীমানা মাথায় নিয়ে, কাজ হয় ভয়ে ভয়ে
সীমানা দূরেই থাক, কাজ হোক নির্ভয়ে|


সীমানা মাথায় রেখে কোনো কিছু করলেই
কোথাও তো বাধা এসে মনে ঢুকে পড়বেই|


সীমানা ভাবাই কেন! যা করার করে যাবো
থেমে যদি যেতে হয়, তাতে না দুঃখ পাবো|


জানি তো এই জীবন এক সীমানার মাঝে
তবুও ভরতে থাকি টুকটাক সব ভাজে|


সীমানা আছেই আছে, মানতে হবেও তাই
ক্ষণে ক্ষণে সীমানাকে ভাবনাতে আনা নেই|


এই ভাবনাকে ধরে চলেছিও কিছু যুগ
মনেই হয়নি কভু লাভ ক্ষতি কোন ঘরে|