//সীমিত আশাই উপযুক্ত//


বলতে পারিনা
একটাও আশা ছিল না...
বলতেই পারি
আশায় বিভোর ছিলাম না...
বলাই তো যায়
আশা থাকবেই জীবনে...
তাই বলে থাকি
আশা ও নিরাশা মননে|


আশা মানুষের
কোন ইন্দ্রিয়ে উৎপত্তি...
আশা ভরসার
পূরণ করে কী যুক্তি!
এক আশা নিয়ে
কত প্রত্যাশা করা...
আশা বিশ্বাসে
দিয়ে দেয় নাকি ধরা!


আশা নিয়ে বাঁচা
প্রতি জীবনে প্রযোজ্য...
জীবনের পালে
আশার হাওয়াই ধার্য...
আশা এনে দেয়
মনে মনে উন্মাদনা...
সীমিত আশায়
শান্তির আনাগোনা|


আশা কল্পনা
তার থেকে জল্পনা...
কল্পনা থেকে
উদ্ভাবনের ঠিকানা...
ঠিকানা হারায়
আশা হলে অযৌক্তিক...
আশা ও দুরাশা
দুটোই কখনো নয় ঠিক.


আশার তালিকা
কেউ করে নাকি প্ৰস্তুত!
আশা মানে নয়
কোনো এক স্বস্তির দূত...
আশা করবই
পূর্ণ হোক বা না-হোক...
পলে পলে আশা
করেনা জীবনে কোন লোক!


সুবীর সেনগুপ্ত