//সেই দান, অঘোষিত সন্মান//


কবেকার সেই দান
অঘোষিত সন্মান
জেনেছিল শুধু এক মন...
স্মৃতির খাতাটি খুলে
সেই মন ওঠে দুলে
চেতনাতে ইতিহাস অম্লান।


তুমি হয়েছিলে দাতা
দূর হয়েছিল ব্যাথা
আর কারো নয়, শুধু আমার...
তোমায় পূজন করে
প্রেরণার হাত ধরে
খুঁজতে হয়নি আর খোলা দ্বার।


যা কিছুই দিয়েছিলে
সে কী দান ভেবেছিলে!
ভালবেসে নিয়েছি সেই দান...
বেড়েছে জীবনে ঝোঁক
খুলেছে আমার চোখ
এখনো এই জীবনে ছন্দবিতান।


তুমি দাতা পরিচয়ে
আমি গ্রহীতার নায়ে
যদিও চলেছি ভেসে একলা...
একলা নই তো আমি
সাথে তব দান দামী
নিশ্চিত পূর্ণ আমার এই ভেলা।


সুবীর সেনগুপ্ত