একটি পাতা এনেছিলাম
তাতেই মুখটা এঁকেছিলাম
দেখতাম রোজ, লাগতও ভালো
কবে যে দেখাটা শেষ হয়ে গেল|


রেখেছিলাম যত্ন করেই
পড়ার একটি বইয়ের মাঝেই
যেদিন বইটা পড়া শেষ হলো
ওটাও তখন তাকে চলে গেল|


প্রথম প্রথম মনেও পড়ত
যত্নেই আছে, মনটা ভাবত
সময় সরিয়ে নিলো মন থেকে
বিপদ ছিল না, তাই গেল ঢেকে|


আবার বইটা হাতে তুললাম
মনেও পড়ল, ভাজ খুললাম
দেখলাম, পাতা বর্ণবিহীন
আঁকা মুখটাও ছাড়া ছাড়া দীন|


সেই মুখ আর, পরে না তো মনে!
অস্পষ্ট মুখ, দেখি ক্ষণে ক্ষণে
কোথায় হারালো, সেই আকর্ষণ!
যা ছিল সেদিন, আমার স্বপন|


আজ পারছি না, সে মুখ আঁকতে
আদল ভুলেছি, ভুলে গিয়ে মুখ
ফ্যাকাশে পাতাই, বাঁচিয়ে রেখেছি
রোজ দেখে দেখে, অতীত টানছি|