//'শাসন' চাইছে সংযম আর প্রত্যয়//


ভাষণ দিয়ে হয় না শাসন
কম কথাতেই শাসন হয়
শাসন করতে লাগে না রাগ
লাগে সংযম আর প্রত্যয়।


কখন লাগে করতে শাসন!
শেখার বয়স শাসন চায়
বাড়লে বয়স, শাসন তখন
বদলেও যায় আলোচনায়।


ছেলেবেলায় থাকবে শাসন
কারণ তখন মন সরল
জ্ঞান বাড়লেই শাসন কমে
নিয়ম সে স্থান করে দখল।


বাড়ীর শাসন, স্কুলের শাসন
ভিন্ন রকম হতেই হয়
প্রথমটা তো মানতে হবেই
শাসনে ঢিল পরেরটায়।


দেশ চলছে শাসন করেই
হচ্ছে শাসন জিতেই ভোট
জেতার জন্য দিচ্ছে ভাষণ
ধরতে গদী করছে জোট।


শাসন কি হয় মাতব্বরি!
হলেই, শাসন অপচয়
শাসন শখের হবেই নাকি!
যে মানবে তার পরাজয়।


শাসন করা যার অভ্যেস
করতে থাকবে, এ ভুল নয়
বিপদ তাকে ঘিরতে পারে
যখন ঘেরে, অবাক হয়।


বিষয় বুঝেই শাসন করা
বলব তবু শাসন নয়
শাসন ছেড়ে বলাই ভালো
শান্ত কথাই কাজের হয়।


সুবীর সেনগুপ্ত