শাসন ও সুশাসক
         ।। সুবীর সেনগুপ্ত।।


দক্ষ ও সুশাসক, নয় তাঁরা ভক্ষক
তাঁদের কাজেও হয় ভুল
সে ভুল নিছক ভুল, তা নয় ইচ্ছাকৃত
আবার হয় না সেই ভুল।


শাসক শাসন করে, তাতে নির্ভর করে
থাকে শত শত লোকজন
লোকজন যদি বোঝে, শাসকের সুশাসন
ছোট ভুলে দেয় আবরণ।


শাসন করাটা কাজ, নয় শাসকের রাজ
সে তো মানুষের প্রতিনিধি
শাসক হলেই সৎ, দৃঢ় হবে অভিমত
সব কাজে আসবেও গতি।


প্রতিনিধি হলেই যে, সুশাসক হবেই সে
এ তো নয় আইনের বল
আমরাই বানিয়েছি, তখন তো ভুলে গেছি
এ লোকের দোষ গুণ ছল।


শাসকের কুশাসন, প্রধান এক কারণ
লোভ আর তার সাথে চুরি
শাসকের যত ভুল, সবই নকল ফুল
সুশাসন হয় তাঁর অরি।


শাসন চলতে থাকে, কালো পথে এঁকে বেঁকে
মানুষ বুঝতে পারে ভুল
এ শাসক আর নয়, তাঁকে ছুড়ে ফেলে দেয়
আনন্দে হয় মশগুল।


সাধারণ মানুষের, আছে অধিকার ঢেড়
তারা গণতন্ত্রের স্তম্ভ
প্রতিনিধি হয়ে গেলে, ভেবোনা তুমি কি হলে!
কাজ করো দূরে ঠেলে দম্ভ।


নির্বাচিত প্রতিনিধি, যে কেউ হতেই পারে
লোকপ্রিয় হওয়া প্রয়োজন
সর্বদা সৎ হতে, লাগে না তো বেশী কিছু
লাগে শালীনতা ভরা মন।