//শাসন//


ইচ্ছেই নেই শাসন করার
শোষণ, সে তো অনেক দূরে
নিজের উপর শাসন করি
শাসকও হই মনটা ভরে।


আমার ইচ্ছা নেই বলে কি
শাসন করা খুব অন্যায়!
শাসন তো নয় ইচ্ছের দাম
শাসন প্রয়োজনের সময়।


কার অধিকার শাসন করার!
বঞ্চিত নয় কেউ অধিকারে
দেখতেই হবে সঠিক সময়
উচিৎ মনোনিবেশ করে।


শাসন করতে হয় সবাইকে
আসেই তেমন পরিস্থিতি
ইচ্ছে তখন কাজ করে না
শাসন করাই হয় যে রীতি।


আমাকে কেউ করলে শাসন
বিরোধ করতে মনটা জাগে
বুঝতেও পারি উচিৎ শাসন
চুপচাপ থাকি, মন তো রাগে।


শাসন নিতে নয় প্রস্তুত
কেউ কোত্থাও কোনো দেশে
শাসন করতে কে না রাজী!
করেও সবাই বেশ অক্লেশে।


শাসন হলো মাতব্বরি
বলবে নাকি শুদ্ধ ভাবনা!
শুদ্ধ হোক বা না হোক শাসন
প্রয়োজনেই শাসন আনা।


কাজ সরকারি, বা বেসরকারি
ব্যক্তিগত বা সার্বজনীন
কম শাসনেই কাজ হয় ভালো
চায় না যে কেউ হতেই অধীন।


নতূন কাজে নতূন নিয়ম
গড়তে হয় না, গড়েই তো যায়
সেই নিয়মেই চললে পরে
শাসন তর্ক সহজে হারায়।


সুবীর সেনগুপ্ত