//শব্দের রূপে ভাবনার প্রতিফলন//


ভাবনার যত ছড়াছড়ি আছে মনে
তত শব্দ কি পাওয়া যাবে অভিধানে!


অভিধান মানে শব্দ কেবলই শব্দ
ভাবনা গোনার কথা উঠলেই জব্দ।


ভাবনার মতো অধ্রুব কি কিছু পাবো!
প্রতিটি শব্দ ধ্রুব ব্যবহারে লিখব।


শব্দ এবং ভাবনায় নেই সাদৃশ্য
থাকবে কি করে! ভাবনা যে নয় দৃশ্য।


কেন তুলনায় আনছি ভাবনা-শব্দ!
তুলনায় যেতে কেউই নয় প্রতিবদ্ধ।


কিন্তু আছে যে কোথাও একটা মিল
সেখানেই এই মন খেলা করে অনাবিল।


শব্দের রূপে ভাবনার প্রতিফলন
ভাবনার রূপে শব্দ লেখায় স্মরণ।


ভাবনা-শব্দ শব্দ-ভাবনা প্রতিদিন
কর্ম কিংবা অবসরে এই দুটো স্বাধীন।


সুবীর সেনগুপ্ত