শঙ্খটা ভেঙে গেল
মনটাও দমে গেল
কেন দমে গেল, সেটা ভেবেছো কি!
হাত থেকে পড়ে গেল
তাই ওটা ভেঙে গেল
এ ছাড়া কারণ আর, হবে টা কি!


শুনতে কে চাইছে
ভাঙার কারণটাকে
জানাবে কি, দমে গেল কেন মন!
শঙ্খ ভাঙলে পাপ
এ তো এক অভিশাপ
তাই তো, মলিন হয়ে গেল মন|


কিছু ভেঙে গেলে পাপ
ভাবনা কি নয় শাপ
শঙ্খ ভাঙলে পাপ, ভাবো কেন!
বলো যদি বিশ্বাস
যা দিয়েছে ইতিহাস
এটা তো কারণ নয়, তা কি মানো!


শঙ্খ ভাঙলে পাপ
প্রদীপ নিভলে শাপ
কত পাপ, মানো তুমি এরকম!
পড়ে গেলে ভাঙবে
হওয়া দিলে নিভবে
এই সাধারণ জ্ঞানে কেন ভ্রম!


শঙ্খটা ভেঙে গেছে
নতুন আসবে কাছে
কিনে নেবে আরেকটা, তাই তো!
বাজাবে তুমি আবার
উঠবে ধ্বনিও তার
ধ্বনি দিয়ে, পাপ ধুয়ে যাবে তো|


ভাঙা গড়া খেলা নয়
ভুল তো সবার হয়
ঠিক করে নিতে হবে, যেটা ভুল
নিজের উপরে দোষ
দিলে হবে আফশোষ
চাও নাকি, হোক সব প্রতিকূল!