//শংকিত মন অকৃতকার্য//


যত সংশয় ছেয়ে যাবে মনে
তত হয়ে যাবে ভুল
খোলা মন নিয়ে এগোতে পারলে
কাজ পেয়ে যাবে কূল।


কোথা থেকে আসে এত সংশয়!
বিরাট একটি প্রশ্ন
পেয়ে যাই আর নিয়েও তো নিই
করতেও থাকি যত্ন।


যদি পেয়ে যাই প্রকৃত কারণে
তবে কি নেওয়াই কাম্য!
সাধারণ ভাবে তাই মনে হয়
না নিলে জীবন রম্য।


না নিতে চাওয়া কি সম্ভব নাকি!
কোথায় সঠিক উত্তর!
মানুষের মন তরল গড়ন
কখন যে কীসে তৎপর!


সংশয় দ্বিধা অনিশ্চয়তা
প্রগতির পথে বাধা
সংশয়হীন অগ্রগতির
প্রত্যেক পদে সুবিধা।


কারণবিহীন ভয় জড়ো করে
মনের উপর চাপ
শংকিত মন অকৃতকার্য
সুসম্বদ্ধ অভিশাপ।


সংশয় যদি হয়ে যায় সাথী
জীবন হবে অতিষ্ট
'সংশয় সখী' ভাবনাই ভুল
ভুল নিয়ে কেন কষ্ট!


ভুল ধারণার শিকার হলে কি
সংশয় ছুটে আসে!
ধারণা কি নয় হেঁয়ালিমূলক!
সংশয় মনোতটে।


বিহ্বলতায় জীবন চলে না
দৃঢ় নির্ণয় চাই
সংশয় ভরা মন অপারগ
সিদ্ধান্তের নেই খেই।


সংশয় ভয় ত্রাস উদ্বেগ
সাহিত্যের হোক অংশ
প্রকৃত জীবনে এ সব শব্দ
জড়ালে জীবন ধ্বংস।


সুবীর সেনগুপ্ত