//শপথ//


শপথের আছে একটাই পথ
সে পথ ধরলে, তবেই শপথ
সেই পথে নেই, ডান আর বাম
এক পথে চলে, আসেও বিরাম।


একটাই পথ, তবে সোজা নয়
বাঁকগুলোতেই আছে যত ভয়
বেশী হলেও তো, পথ হারায় না
পথভ্রষ্ট হওয়াও যায় না।


শপথ এসে কি করে জ্বালাতন!
ডাকলেই হয় তার আগমন
কার ডাক! তাতে নেই বাছাবাছি
ডাক শুনলেই, আসে কাছাকাছি।


কাছে আসলেও, জড়িয়ে ধরে না
করে অপেক্ষা, কিছুই বলে না
ডাকার পরেও, বলো দূরে যেতে
ছেড়ে চলে যায়, নীরবে নিভৃতে।


যে শপথ নেয়, তাঁরই ইচ্ছাতে
বাধ্য করে না, কেউ শপথ নিতে
শপথের পথে, সেই তো চলবে
আর না চললে, ভুলেই জড়াবে।


শপথ করে কি লাভ হয় কিছু!
সুখ আসে নাকি, শপথের পিছু!
জিজ্ঞাসাগুলো সব গতিহীন
কিন্তু মানুষ, শপথে বিলীন।


শপথের মানে, জানি প্রতিজ্ঞা
করার জন্য, কোথায় আজ্ঞা!
শপথ কি তবে, আলেয়ার মতো!
শপথ অঙ্গীকারে বাঁধা ক্ষত।


শপথের পথ জানা না থাকলে
ভুল হয়ে যাবে, শপথ করলে
আর জেনে নিলে, শপথ সফল
প্রকরণটাতে, নেই কোনো ছল।


সুবীর সেনগুপ্ত