//শত শত রূপে ভালো//


যে ভালোতে ডুবে আছি
সে ভালো তোমার নয়
এ তো আমি নিশ্চিত বলতেই পারি
কোন ভালো তুমি চাও, অনুমান করি।


ভালোতেও কালো আছে
তার পরিমাণ কত!
জানা আছে দুজনের নিজ নিজ জ্ঞানে
কালো আসে সামনে ভালোর প্রমাণে।


ভালো ভালো সব ভালো
খারাপ কাজও ভালো
কী হবে বলছি আমি এই কথা, জানো!
আমাদের বিচার যে সবই বিভিন্ন।


ভালো আমি ভালো তুমি
ভালো জীবনের ভূমি
কিন্তু ভাবনাগুলো দেখি সবই ভিন্ন
ভাবনা সুচারু হলে, সব ভালো অনন্য।


তোমার ভালো তোমার
আমার ভালো আমার
ভালোর বিশ্লেষণে শত শত রূপ
এত রূপে ভালো নিয়ে সকলেই চুপ।


সুবীর সেনগুপ্ত