শ্রোতা কই!!!


কত যে ভাবনা আছে এই মনে
সংখ্যায় সে তো ধরাও যাবে না
শ্রোতার অভাব তার থেকে বেশী
সব ভাবনাও শোনানো যাবে না|


কে অভিবাভক ভাবনার, বলো!
সে যে মন, তাতে সন্দেহ নেই
এক মানুষের একটাই মন
ভাবনায় ডুবে থাকছে সদাই|


যে অভিভাবক, থাকে সে কোথায়!
শরীর ছাড়া কি, কিছু ভাবা যায়!
মনটাও তবে, থাকবে শরীরে
কিন্তু কোথায়, কোন জায়গায়!


কেন শোনাতেই হবে ভাবনাকে!
যার যা ভাবনা, মনেই থাকনা
স্বস্তি আসে না, শুধু মনে রেখে
শোনালেই গড়ে, ভাবনার ডানা|


ভাবনার সাথে, করা যায় ভাব
ভাব করলেই, হয়ে যায় সাথী
এই প্রকরণে, সাথী এত হবে  
সামলানোই তো হবে দুর্গতি|


শ্রোতা নেই, তাই শোনানো যায় না
ভাব করে, সামলানোও যায় না
ভাবনাগুলোর, বেশীটাই মরে
তাতে লাভ ক্ষতি, আনাও যায় না|


শোনাতে পারলে, ভাবনা রঙ্গীন
না শোনালে নেই, রঙ ভাবনায়
তাই কি শ্রোতার বড় দরকার
হয়ত বা তাই, কিংবা তা নয়|