//শুদ্ধিকরণ নয়, শুদ্ধই থেকে যাবো//


অশুদ্ধ চাইছি না, বিশুদ্ধ পাচ্ছি না
নিষিদ্ধে চলে যায় মন
বিরুদ্ধে যাচ্ছি না, সুবুদ্ধি ছাড়ছি না
দুর্বুদ্ধি নয় মম ধন।


অবাধ্য কেন হবো, দুর্বোধ্য জেনে নেব
লব্ধ করব জ্ঞান আমি
শব্দ করব না, নিঃশব্দে করব কাজ
জড়িয়ে থাকব তৃণভূমি।


অসাধ্য ধরব না, সাধ্যেই থাকব
মধ্যস্থতা নয় কাম্য
বরাদ্দ ভাবব না, হব কেন ক্ষুব্ধ
অল্পই ভাবি আমি রম্য।


চাইছি না যুদ্ধ, হবো কেন ক্রুদ্ধ
জীবনটা হোক বর্ধমান
জব্দ করব না, আবদ্ধে রাখব না
স্বাধীনতাতেই সন্মান।


শুদ্ধিকরণ নয়, শুদ্ধই থেকে যাবো
পবিত্র মনেই বিরাজ
প্রবুদ্ধ হতে চেয়ে, পদ্ধতি মানবো
সদগতি হবে মোর সাজ।


সুবীর সেনগুপ্ত