এ জগতে নামী দামী
হতে চাই না তো আমি
হতেও চাই না আমি অনন্য
না থাকে না থাকে লেখা
ইতিহাসে আঁকা বাঁকা
শত শত শব্দের অরণ্য|


নদীর ওপারে সুখ
ভাবতে চাই না আমি
ভাবি দেখি প্রকৃতির রূপ
জাগ্রত এ জগৎ
সৌর জগতের মাঝে
তারই রূপে আমি নিশ্চুপ|


সর্ব সুখ মম পাশে
পরিপূর্ন পরিতৃপ্ত
এ হৃদয় অতি উচ্ছসিত
যা নিয়ে এসেছি আমি
তাই থাকে মম পাশে
মরণেও হবে বিকশিত|


অকারণে চাই না তো
লোভনীয় দান যত
চাই শত শব্দের কুঁড়ি
ভরে যাব সাদা পাতা
নির্জনে একা একা
সংগুপ্ত কবিতার ঝুড়ি|


এ জীবনে ক্ষণে ক্ষণে
পেয়েছি যা নিধুবনে
তাই ছিল মম বাসনা
ভালবাসা পেয়েছি তো
আরও চাই অবিরত
দূর করে দিতে বেদনা|


শুধু ভালবাসা চাই