//শুধু অবাধেই এসে যাক ভালবাসা//


অবধেই যদি ভেঙে যায় বাঁধ
উঁকি মারবে না মনে কোনো চাঁদ
অজানিত ভাবে মনে গড়বেই
আশংকার এক প্রচ্ছন্ন ফাঁদ।


অবাধেই এসেছিল ভালবাসা
সেই ভালবাসা হয়েছে নিরাশা
সহজ পাওয়া কী তবে অস্ফুট
শুধু কুঁড়ি নিয়ে ফুটবে না আশা।


অবাধে ছুটব, অবাধে চলব
অবাধে শুনব, অবাধে গাইব
অবাধে জীবন চালাতে চালাতে
অবাধে অজানা পথ মেপে যাব।


কোনো কাজ যদি হয় স্বাচ্ছন্দে
কেন ডুববে না সেই কাজে মন!
তবে এক কাজে জীবন চলেনা
রকমারি কাজ জীবনের ধন।


কোন বাঁধ নিয়ে কথা কবিতায়!
জল নয়, সে তো ধৈর্যের বাঁধ
কাজ জীবনের ধন, তা বলেছি
আরও বড় ধন ধৈর্যের স্বাদ।


অবাধে আসুক কল দিয়ে জল
গড়ুক অবাধে দয়াশীল মন
অবাধেই যেন আয় হয় টাকা
চাই না অকালে অবাধে মরণ।


চলুক অবাধে প্রতিটি জীবন
এই তো সবার কামনা বাসনা
শিখে যাক শিশু অবাধেই হাঁটা
চাই কি অবাধে অশ্রু ঝরণা!


ভালবাসা পাওয়া যায় না অবাধে
যদি পাওয়া যায়, কী ভাবে তা হবে!
কার জানা আছে! জানাবে অবাধে!
জানলে, জীবন ভাসবে গরবে।


সুবীর সেনগুপ্ত