চাইনি তোমায় আলোয় দেখতে
চেয়েছি নিশীথে ঘন তমসায়
আর তো চাইনা যুগল দৃষ্টি
চাই অনুভূতি ভরা বেদনায়|


দৃষ্টি তো মিলেছিল একদিন
তারপরে কত শতশত বার
দৃষ্টিও হয়ে গেলো সাধারণ
কথা নিয়েছিল সে স্থানের ভার|


কথা হয়েছিল স্বতঃ প্রবাহিত
থামতেও চেয়েছিল মাঝে মাঝে
থেমে, এনেছিল সেই নীরবতা
যাতে আসক্তি ধরা দেয় লাজে|


কামনাতে ছিল আদরের মন
ছিল স্পর্শের গভীর বাসনা
ধরা দিয়েও তো হল অস্থায়ী
চাওয়াগুলো আজ ভাঙা ভাঙা দানা|


প্রতিটি চাওয়ায় একটা লক্ষ
এই নিয়মকে পারিনি ভাঙতে
করে তো ছিলাম নিশানাকে ভেদ
তবু কেন হার, পারিনি জানতে|


আজ চাইলেও পাই না তোমায়
আলোয় কিংবা ঘন তমসায়
স্পর্শের বাসনাও হারিয়েছে
শুধু অনুভূতি আজও ভাবায়|


সব হারিয়েও মন ভুলছে না
এটাই মনের এক সমস্যা
অনুভূতিগুলো বসে গেছে মনে
প্রতিক্ষণে জাগে অমাবস্যা|