//শুরু হলে, হোক শেষ//


কাজ আরম্ভ, থাকল অসম্পূর্ণ
দিনের অন্তে হয়ত বা হবে পূর্ণ
অনেক অসম্পূর্ণ, তাই তো 'হয়ত'
অনেক দেখলে, মন তো হবেই বন্য।


কাজ অপূর্ণ, মন প্রফুল্ল থাকে না
ক্ষতির বৃদ্ধি লুকিয়েও রাখা যায় না
কাজ শেষ হলে, তবেই চক্র পূর্ণ
এই পূর্ণতা কোনো নিকল্পে থাকে না।


দৈনন্দিন কাজের সরল নীতি
সমাপ্তিতেই শুরু ও শেষের প্রীতি
নইলে, নিজের সাথেই কলহে লিপ্ত
এই অসুবিধা, হয়ে তো যাবেই রীতি।


কাজ জীবনের সমার্থ এক শব্দ
যে কর্মহীন, সেই তো হবে জব্দ
কাজে ব্যস্ততা ভাগ্যবানের ঝুলিতে
কাজ ধরে নিয়ে, ব্যস্ততাতেই বুদ্ধ।


কাজ আরম্ভ, অতি গুরুত্ব পদক্ষেপ
কাজের অন্তে পৌঁছলে, নেই আক্ষেপ
তবে শুরু কেন দেখতে পায় না অন্ত!
কারণ, কর্মকর্তার যে নেই ভ্রুক্ষেপ।


শুরু হয়ে শেষ হলেই প্রকৃত আনন্দ
থামিয়ে দিলেই মাঝপথে, হবে খন্ড
খন্ড মানেই, নিশ্চিত এক বিভাজন
বিভাজনে কেউ পেয়েছে কি কভু ছন্দ!


যে কাজ করতে পারিনা পূর্ণ, তাতে কী!
সে তো নয় দৈনন্দিন কাজ, নয় কি!
জ্ঞান কুশলতা আহরণ করে করা
অসম্পূর্ণ কাজর অন্ত, ভয় কি!


সুবীর সেনগুপ্ত