শুরু আর শেষ নয়
কখনো এক পাতায়
দুটোর মধ্যে আছে ব্যবধান...
শুরু আগে শেষ পরে
এই নিয়মের ঘরে
কঠিন নিয়মে পড়বে না টান।


শুরু হলে শেষ হবে
শেষ হলে জানা যাবে
মাঝপথে থামে যদি, তাও শেষ...
একটু করেই থামা
চাপা দিতে হয় ধামা
যা হয় সেটাই করে ফেলি পেশ।


শেষ আগে ভাবা নয়
আগে শুরু ভাবা হয়
তাও তো দুটোই হয় আলোচনা...
কাজ শুরু হয়ে যায়
করে করে শেষ হয়
শেষেই পৌঁছে কাজ পায় ডানা।


শুরু যদি হয় ভালো
শেষটাও হবে ভালো
এই ধারণায় আছে সব মন...
কিন্তু অনেকে বলে
শেষই মুখ্য দলে
দুটোই কি নয় সব কাজে ধন!


শুরু ও শেষের মাঝে
কিছুটা সময় আছে
করতে পারলে সেটা খুব কম...
দুটো তবে মিশে যাবে
শুরু শেষ এক হবে
তুলনা কি করা যাবে হরদম!