//স্মৃতি অতীতের সাজানো বাগান//


একবার শুনে মনে রাখলাম
বারবার সেটা মনে আনলাম
একদিন সেটা ভুলেও গেলাম
সেটা হলো কই স্মৃতির গোলাম!


বারবার শুনি বারবার বলি
প্রত্যেকদিন সেই কথাগুলি
এগুলো স্মৃতির হয়না মিতালি
বড় জোর হয় সিকি বা আধূলি।


কোন কথা হবে স্মৃতির মিত্র!
যেগুলো হবেই খুব পবিত্র
যা দিয়ে গড়বে অরূপ চিত্র
স্মৃতিতে হবেনা কথা বিচিত্র।


কত শত কথা বিচিত্র হয়
তার কিছু কিছু স্মৃতিতেও যায়
সেই সব কথা মনে পড়ে যায়
মনে এসে বেশী আনন্দ দেয়।


কোনো কোনো কথা স্মৃতিতে বাদল
ঝড়তেই থাকে, তাই কি সচল!
কথাগুলো হয় স্মৃতির মাদল
জীবনেও এর প্রভাব প্রবল।


স্মৃতির ভিতরে কথা বাঁধে বাসা
কথা ঢুকে ঢুকে স্মৃতিও তো ঠাসা
স্মৃতি অবিরাম, তাই তো ভরসা
বলিও অনেক, কথাতেই আশা।


স্মৃতি অতীতের সাজানো বাগান
এ বাগানে মালি দেয় না বিধান
প্রতিটি জীবনে গড়ছে বাগান
যে যাঁর নিজের বাগানের প্রাণ।


সুবীর সেনগুপ্ত