কেন মনে পড়ে দুঃখের দিন!
স্মৃতি কেন এত ধূর্ত!
সুখের দিন কি একটাও নেই!
সেগুলো কি অবলুপ্ত!


স্মৃতি প্রয়োজন, এও কি সত্য!
এই তথ্য কি মানবো!
তোমার আমার তথ্য মেলে না
স্মৃতি নিয়ে কি যে ভাববো!


স্মৃতি তো অতীত, ধ্বংসের ভীত
হবে না বর্তমান|
সেদিন হেঁটেছি তপ্ত বালিতে
আজ কি হবে প্রমাণ!


স্মৃতি এসে যায় প্রণালী কোথায়!
নিয়মের নেই সূত্র
কেউ অবসরে বেছে আনে স্মৃতি
সবই টুকড়ো টুকড়ো|


যে স্মৃতি গড়েছে এক দিন আগে
তার থেকে শেখা যায়
বহু পুরাতন স্মৃতি থেকে শেখা
এলোমেলো হয়ে যায়|


বর্তমানেই মানুষের বাঁচা
বর্তমানেই নিধন
স্মৃতির কি কাজ, জানাবে কি কেউ!
অতীত হবে না ধন|


স্মৃতি নিয়ে এত বাড়াবাড়ি করে
যার খুশী হয় হোক
তুচ্ছ ভাবিনা তাঁদের ভাবনা
এই ক্ষনে মম ঝোঁক|


কারো মতে স্মৃতি স্বততঃ প্রবাহ
ভুল পাই না তো মতে
প্রতিটি মন যে পূর্ণ স্বাধীন
কেন বলো যাবে শপথে!


এই ক্ষণ হলে উন্নতিশীল
স্মৃতি হবে উপকারী
স্মৃতিও আসবে সুখ ভরা ভরা
ভাবনা হবে না ভারী|