স্মরণে তো আছে অনেক কিছুই
যেগুলো আজকে মূল্যবিহীন
স্মরণে আসবে, থামানো যাবে না
করা তো যাবেই আলোচনাহীন|


স্মরণ হয় তো স্মৃতির থেকেই
এলোমেলো হয়ে স্মৃতি সঞ্চয়
কখন স্মরণে আসবে যে উঠে
বলাও যাবে না নিশ্চয়তায়|


বহু পুরাতন স্মৃতি এসে যায়
স্মরণে আমার জানতে পারি না
অথচ পারি না করতে স্মরণ
সকালের কথা সন্ধ্যেবেলায়|


এ দেহের মাঝে অনেক অঙ্গ
কোনো পরিসরে স্মৃতি আবদ্ধ
জানি কি আমরা কি সেই অঙ্গ
শুধু অনুমানে হয়েছি জব্দ|


অতীত হলেই সব কিছু স্মৃতি
স্মৃতি একেলার কিংবা দলের
দুটোর তুলনা করাই যায় না
বলা কি যায় না স্মৃতি আদরের!


স্মৃতি ভয়ানক স্মৃতি সুমধুর
স্মৃতির মূল্য জীবনে প্রচুর
জীবন মানেই স্মৃতি ভরা ঝুলি
কিছু নিকটেই কিছু বহুদূর|


স্মৃতি স্বতঃতই সুখের হয় না
যখন কাঁদায় থামানো যায় না
স্মৃতি প্রহেলিকা রহস্যসার
অন্বেষণেও হদিশ মেলে না|