সব বিষয়েই, আছে ক, খ, গ


কিছু কথা কিছু গান কিছু স্বপ্ন
কিছু ভালবাসা পেলে হয়ে যায় রত্ন|


কিছু আয়, কিছু ব্যয়, কিছু সঞ্চয়
কিছু সত্য, কিছু মিথ্যে, কিছু অভিনয়|


কিছু উষ্ণ, কিছু গরম, কিছু ফুটন্ত
কিছু সুপ্ত, কিছু লুপ্ত, কিছু বাড়ন্ত|


কিছু লাল, কিছু নীল, কিছু সাদা
কিছু বুদ্ধি, কিছু সাধারণ, কিছু গাধা|


কিছু শক্ত, কিছু নরম, কিছু তরল
কিছু স্বাদ, কিছু বিস্বাদ, কিছু গরল|


কিছু লম্বা, কিছু চওড়া, কিছু বৃত্ত
কিছু, মাসে, কিছু সপ্তাহে, কিছু নিত্য|


কিছু প্রেম, কিছু আদর, কিছু মমতা
কিছু নটখট, কিছু বিবাদ, কিছু সমতা|


কিছু সন্দেহ, কিছু ধারণা, কিছু নিশ্চিত
কিছু গ্রীষ্ম, কিছু বর্ষা, কিছু শীত|


কিছু বাস্তব, কিছু অলীক, কিছু মায়া
কিছু স্পষ্ট, কিছু ঝাপসা, কিছু ছায়া|


কিছু অধিক, কিছু ঠিক, কিছু নূণ্য
কিছু জল, কিছু বায়ু, কিছু শূন্য|


কিছু আলোচনা, কিছু তর্ক, কিছু চিৎকার
কিছু আদেশ, কিছু নির্দেশ, কিছু হুঙ্কার|


কিছু জল্পনা, কিছু কল্পনা, কিছু অভিপ্রায়
কিছু সংকেত, কিছু সূচনা, কিছু প্রত্যয়|


কিছু সাদামাটা, কিছু স্থুল, কিছু সূক্ষ
কিছু অমায়িক, কিছু ভদ্র, কিছু রুক্ষ|


কিছু এখন, কিছু তারপর, কিছু বিলম্বে
কিছু শেষে, কিছু মাঝখানে, কিছু আরম্ভে|


কিছু জয়, কিছু পরাজয়, কিছু অমীমাংসা
কিছু অনুরাগ, কিছু অশ্রদ্ধা, কিছু হিংসা|


কিছু ফালতু, কিছু দরকারি, কিছু জরুরী
কিছু সমাপ্ত, কিছু অংশত, কিছু অধুরী|


কিছু উপহাস, কিছু গম্ভীর, কিছু গুরুত্বপূর্ণ
কিছু বৃক্ষ, কিছু উদ্যান, কিছু অরণ্য|


কিছু কন্দল, কিছু সংগ্রাম, কিছু যুদ্ধ
কিছু আল্লাহ, কিছু যীশু, কিছু বুদ্ধ|


কিছু ফুল, কিছু গুচ্ছ, কিছু বাগান
কিছু গোমূর্খ, কিছু শিক্ষিত, কিছু বিদ্যান|


কিছু সংশয়, কিছু ভয়, কিছু ত্রাস
কিছু আশ, কিছু শ্বাস, কিছু বিশ্বাস|


কিছু পয়সা, কিছু টাকা, কিছু অর্থ
কিছু ঠিক, কিছু সত্য, কিছু অসত্য|


কিছু ধারণা, কিছু অনুভব, কিছু অভিজ্ঞতা
কিছু ভাঁড়, কিছু নট, কিছু অভিনেতা|


কিছু অ-সুখ, কিছু সুখ, কিছু বিলাস
কিছু কামনা, কিছু চাওয়া, কিছু অভিলাষ|


সব বিষয়েই আছে, ক, খ, আর গ
এই তথ্যের সাথে পরিচয় সকলের
তবে কেন আমি লিখলাম কবিতাতে!
আবার জানাতে, বারন যে নেই আমাদের|


সুবীর সেনগুপ্ত