//সব ঈপ্সাই হোক না স্বাধীন//


যাঁকে ধরে রাখা যায় না, তাঁকেই
কেন যে রাখব ধরে!
তাঁর ইচ্ছাকে, বাধা কেন দেবো!
তাই তো দিয়েছি ছেড়ে।


কোন অধিকার, আছে যে আমার
জোর করে ধরে রাখব!
ছাড়তেই হবে, মানতেই হবে
ন্যায় ধরে আমি চলব।


ইচ্ছামতন, কেটেছে জীবন
সেটাই ভুলতে পারিনা
ওর ইচ্ছাটা, কেন ঢেকে দেবো!
এটা কিছুতেই হয় না।


একটি জীবন, তাই সম্বল
সেখানে কোথায় বিভাজন!
ঈপ্সাও তাই, হোক না স্বাধীন
বাঁধাহীন হোক জীবন।


আগলে রাখার, চেষ্টা যে কেন
করি বাহানার আড়ালে!
ভয় সংশয়, বাধ্য করায়
বেঁধেই রাখতে আঁচলে।


যা কিছু প্রাপ্য, সব তো পাইনি
না কেউ পায় এই জীবনে
কী যে পাবে ও, আর কি হারাবে
কেন আসছেই মনে!


সব জীবনের, একই হিসাব
জানবে, খতিয়ে দেখলে
ভুল হয়ে যাবে, সেই হিসেবটা
জোর করে ধরে রাখলে।


বরিষ্ট এক বয়সে গেলেই
ভাবনাটা ছোটে দ্রুত
সেই ভাবনাকে দমন করলে
হবে কি সে আশ্রিত!


সুবীর সেনগুপ্ত