জিততে চাইনি, হারতেও আমি চাইনি
সব খেলা হোক অমীমাংসিত
তাই কি চেয়েছি, ভাবিনি|


খেলতে চেয়েছি, চাওয়া অপূর্ণ থাকেনি
শ্রম বিতরণ অনেক করেছি
খেলা মাঝপথে থামেনি|


খেলেছি যখন, কাউকে তো সাথী পেয়েছি
সে তো একজন, ব্যাস প্রতিদ্বন্দ্বী
যে কেউ হোকনা, খেলেছি|


শুরুতে ছিল না, কোনো ফলাফল মনে
মনে ছিল শুধু খেলা আর খেলা
খেলেছি খেলার কারণে|


সকলে খেলছে, প্রতিদিন খেলে যাচ্ছে
খেলছে বাসস্থানে, আশেপাশে
কামনা মিটিয়ে ফেলছে|


খেলতে খেলতে শরীর কখনো ক্লান্ত
থামতে পারেনা যারা অসহায়
খেলে খেলে উদ্‌ভ্রান্ত|


যারা সম্ভ্রান্ত, তারা দেয় খেলা থামিয়ে
তাদেরই স্বার্থে, তাও মাঝপথে
অসহায় নেয় মানিয়ে|


ভুলেছি আমরা প্রকৃতির সাথে খেলতে
যে খেলায় হয়, জয় নিশ্চিত
হয় না বিষাদে ভুগতে|


জন্ম মানেই, খেলা আর শুধু খেলা
কার সাথে খেলা, তাই ভাবনার
ভুল সাথী হলে, ঠেলা|


সব খেলা হোক অমীমাংসিত