//সব সাধারণ সূচনায়//


সে অসাধারণ, লোকে তাই বলে
আমার নিরিখে সে তো সাধারণ
জীবন যাপন যেমন আমার
তাঁর নয় কিছু ভিন্ন ধরণ।


হয় সাধারণ, নয় অসাধারণ
শুধু দুই ভাগে ভাগ কী জীবন!
সমীকরণ কী এতই সরল!
করলেই হলো যেমন তেমন।


কোনো কপালেই লেখা আছে নাকি
সাধারণ, অসাধারণ শব্দ!
তা নেই যখন, বুঝব কী করে!
এখানেই হয় বুদ্ধি স্মরণ।


কিন্তু বুদ্ধি, তাও তো তরল
কম বেশী নিয়ে হয় না সরল
কেউ যাঁকে ভেবে নেয় সাধারণ
সেই ভাবনা কি হয় অকারণ!


আমি সাধারণ, বলে দর্পণ
এ যেন শুনছি দৈব কথন
তোমার মত কি আয়নার মতো!
হলে করব না আমি খন্ডন।


অনুভূত ভাব সবই নিজস্ব
সেই ভাবে থাকে স্থায়ী বিবেচনা
বিবেচনা গড়ে তোলে বিশ্বাস
যা হয় আপন, হয়না অচেনা।


জীবনের উদ্ভোধন সাধারণ
এই সত্যের হবে না নিধন
অসাধারণ এর পথ খোলে পরে
এই জ্ঞান নিশ্চিত সাধারণ।


সুবীর সেনগুপ্ত