//সবাই চাইবে কেউ যেন থাকে পাশে//


কেউ কি চাইবে
না থাকুক কাছে কেউ!
কেউ কি বলবে
না শুনুক কেউ কথা!
আজব প্রশ্ন
রাখে না তো কোনো মানে
সেই কারণেই
জবাব দেওয়াও বৃথা।


সবাই চাইবে
কেউ তো থাকুক পাশে
সবাই মানবে
কেউ তো শুনুক কথা...
এমনই হচ্ছে
সমাজের কোণে কোণে
তাই তো সমাজে
নয় বেশী রিক্ততা।


সকলের মাঝে
'কেউ'গুলো সব আছে
মোটামুটি সব
একই সুরে আছে বাঁধা...
দল থেকে ছুট
কখনো বা যদি হয়
সে তো সাময়িক
হবেনাও পুরো আলাদা।


তবুও সবাই
চলে না যে একসাথে
অনেক পথের
চলা তো হবেই ভিন্ন...
সবার মন যে
সমান সমান নয়
অসমান হয়ে
ভাবনার ধারা অন্য।


কেউ যদি চায়
করে যেতে সব ভুল
তাকে বোঝানোর
করতেই হবে চেষ্টা...
চেষ্টা সফল
তারই ইচ্ছাতে হবে
আর সেটা হবে
মেনে নিলে তার দোষটা।


সুবীর সেনগুপ্ত